লালচিত্র ডেক্স:
লালমনিরহাটের আদিতমারীতে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মিজানুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে, আর মঙ্গলবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
নিহত মিজানুর উপজেলার বসিনটারি এলাকার খাইরুল ইসলামের ছেলে। আর মিজানুরকে আঘাতকারী তার নিজের ছোট ভাই রবিউল ইসলাম।
এলাকাবাসী জানায়, সোমবার রাতে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে ছোট ভাই রবিউল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই মিজানুর রহমানকে আঘাত কর। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।
এ ব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply