সদর সংবাদদাতা:
জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রাক্টর ড্রাইভারের পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষ। জামিনে বেরিয়ে এসে আসামীদের অব্যহত হুমকিতে ভীতসন্ত্রস্ত বাদী। এর প্রতিবাদে সড়ক অবরোধ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। রোববার (১২ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা – লালমনিরহাট মহা সড়কে ঘন্টাব্যাপী অবরোধ ও মানববন্ধন করে ভুক্তভোগী পরিবাবের সদস্যসহ এলাকার কয়েকশত নারী পুরুষ।
জানাগেছে, সদর উপজেলা হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের মহির উদ্দিনের সাথে পাশ্ববর্তী নামাটারী গ্রামের মৃত গহির উদ্দিনের পুত্র কাইয়ুম আলী, ছালাম মিয়া ও কালাম মিয়ার জমা জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এরই জেরে গত ৫ ফেব্রুয়ারি মহির উদ্দিনের ছোট ছেলে ট্রাক্টর ড্রাইভার রিপনকে (২৬) রাম দা দিয়ে কুপিয়ে এক পা ও এক হাতের রগ কেটে দেয় মৃত গহির উদ্দিনের ওই ৩ ছেলে। এতে গুরুতর আহত হয়ে রিপনকে রংপুর হাসপাতাল থেকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় আহতের বড় ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে ৮ফেব্রুয়ারি ৭জনের নাম উল্লেখ করে সদর থানায় অভিযোগ দিলে তা তদন্ত শেষে নথিভুক্ত করে থানা পুলিশ।
এদিকে আসামীরা জামিনে বেড়িয়ে এসে বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখায়। আসামীরা মামলায় জামিন নিতে যে টাকা খরচ হয়েছে তা উল্টো বাদীর কাছে দাবী করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় এলাকাবাসী ক্ষিপ্ত হয়। অবশেষে রোববার দুপুরে এলাকার কয়েকশত নারী-পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে ঢাকা – লালমনিরহাট মহা সড়ক অবরোধ করে। এসময় রাস্তার দুই পাশে কয়েকশত যান বাহন আটকা পড়ে। খবর পেয়ে সদর থানার ওসি ওমর ফারুক ঘটনা স্থলে বিক্ষুব্ধ গ্রামবাসীদের বুঝিয়ে রাস্তা চলাচলের ব্যবস্থা করে। পরে গ্রামবাসী রাস্তার দুই ধারে অবস্থান নিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, বিক্ষুব্ধ গ্রামবাসীদের বুঝিয়ে রাস্তা চলাচলের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply