ডেক্স নিউজ:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে আরাফাত হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ওই এলাকার ভাংরি ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে।
নিহতের পরিবার জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির পাশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বেঁধে রাখা নিজেদের গরু নিয়ে বাড়ি ফিরছিল আরাফাত। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয় সে। পরে তার পরিবার তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply