ডেক্স নিউজ:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় রঞ্জু মিয়া (৫৫) নামে এক সুপারি ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার তুষভান্ডার চৌধুরী মোড়ের শ্রুতিধর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রঞ্জু মিয়া কালীগঞ্জের ভোটমারী ইউনিয়নের নোহালি গ্রামের মৃত ভেলু শেখের ছেলে।
জানা যায়, বুধবার দুপুরের দিকে রঞ্জু মিয়া উপজেলার চৌধুরী বাজারে তার কাজ শেষ করে ফেলার পথে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাশে শ্রুতিধর এলাকায় একজনের সাথে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। সে সময় বুড়িমারী থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। তখন তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে ধরা সম্ভব হয়নি।
Leave a Reply