1. admin@lalmonirchitro.com : lalmonibd :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

আদিতমারীতে ৩ নারীসহ যুবলীগ নেতা আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

আদিতমারী সংবাদদাতা:

লালমনিরহাটের আদিতমারীতে এনআরবি ইনস্যুরেন্স কোম্পানির কার্যালয়ে অসামাজিক কার্যকলাপ ও মদের আসর বসানোর অভিযোগে ৩ নারীসহ এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের মাস্টার পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পলাশী ইউনিয়নের টেপা পলাশী গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সম্পাদক এরশাদ হোসেন (৪২), একই ইউনিয়নের দেওডোবা গ্রামের এরশাদ আলীর স্ত্রী মাসুমা ইয়াসমিন (৩৫), বাওয়াইর চওড়া গ্রামের খৈমুদ্দিনের স্বামী পরিত্যাক্তা মেয়ে ফিরোজা বেগম (৪৫) ও ঢাকা গাজিপুরের চন্দ্রা এলাকার আকাশের স্ত্রী বর্ষা বেগম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চন্দনপাট গ্রামের মনসুর উদ্দিন উপজেলার মাষ্টার পাড়া এলাকায় বাসা ভাড়া দেন। যা তত্ত্বাবধান করেন তার বন্ধু পশ্চিম দৌলজোর দাখিল মাদরাসার শিক্ষক সিরাজুল ইসলাম। নির্জন এলাকার ৪ রুমের বাসাটি পুরোটা চলতি মাসে ভাড়া নেন মাসুমার স্বামী এরশাদ আলী। সেখানে এনআরবি ইসলামীক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী আদিতমারী শাখা অফিস হিসেবে সাইন বোর্ড সাঁটানো হয়। তবে নামে ইন্স্যুরেন্স কোম্পানী হলেও ভিতরে চলত যুবলীগ নেতা এরশাদ হোসেনের নেতৃত্বে অসামাজিক কার্যকলাপ ও মদের আসর। পরে বৃহস্পতিবার বিকালে স্থানীয়দের গোপন খবরে আদিতমারী থানা পুলিশ  ওই বাড়িতে অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ৩জন নারীকে আটক করে। ইন্স্যুরেন্স অফিস হলেও সেখানে অফিস কার্যক্রমের কোন নমুনা পাওয়া যায়নি।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী  বলেন,  অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকায় চার জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
Copyright © 2024 Lalmonir Chitro
Theme Customized By BreakingNews