1. admin@lalmonirchitro.com : lalmonibd :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০২ পূর্বাহ্ন

অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ৪০ বার পড়া হয়েছে

ডেক্স নিউজ:
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রামে মজিদুল হক (৩৬) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৬ জুন) সকালে মরদেহটি উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের জুড়াবান্ধা বসুনিয়াবাড়ি এলাকায় সেতুর নিচে ডোবা থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার সকালে পঞ্চগ্রাম ইউনিয়নের জুড়াবান্ধা বসুনিয়াবাড়ি এলাকার লোকজন সেতুর উপর দিয়ে চলাচল করার সময় নিচে ডোবার পানিতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলে দেখতে পারে অর্ধগলি দেহ। স্থানীয়রা কেউ মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেননি। পরে নিহতের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র সূত্রে জানা যায়, নিহত মজিদুল হক আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের নায়েকগড়টারী এলাকার সালাম মিয়ার ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, ঘটনাস্থল থেকে  মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
Copyright © 2024 Lalmonir Chitro
Theme Customized By BreakingNews